লকডাউন বাস্তবায়নে কঠোর রংপুরের প্রশাসন

লকডাউন বাস্তবায়নে কঠোর রংপুরের প্রশাসন

স্টাফ রিপোর্টার ♦ সারাদেশের মত কঠোর লকডাউনে রংপুরের দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউন বাস্তবায়নে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে চেকপোস্টের মাধ্যমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষদের ফেরত পাঠানো হচ্ছে।

লকডাউন বাস্তবায়নে নগরীতে ২ পাল্টুন বিজিবি ৪টি ভাগে বিভক্ত হয়ে টহল দিচ্ছে। রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং সিটি কর্পোরেশনে একটি সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংসহ টহল অব্যহত রয়েছে।