রোববার থেকে দোকানপাট খোলা যাবে

রোববার থেকে দোকানপাট খোলা যাবে

নিউজডোর ডেস্ক ♦ দেশে “কঠোর লকডাউনের” মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে রোববার (২৫ এপ্রিল) রোববার থেকে “স্বাস্থ্যবিধি” মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। এছাড়াও “জীবন-জীবিকার” প্রয়োজনে গণপরিবহনসহ বিভিন্ন খাতে বিধিনিষেধ শিথিল করা হতে পারে। সকাল ১০টা হতে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়া-আসার জন্যও লকডাউন শিথিল করা হবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়। লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে গতকাল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যেগে অনলাইন আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষট মন্ত্রণালয়ের সচিববরা যুক্ত ছিলেন।

সভা শেষে লকডাউনের মেয়াদ বাড়ানো সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভুইঁয়া গণমাধ্যমকে বলেন, আগামী ২৫ এপ্রিল রোববার থেকে দোকানপাট ও শপিংমল খোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে।