গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিন

গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন এবং উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ গঙ্গড়াচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বেলুন উড়িয়ে দিবসের সূচনা, বড় পর্দায় বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যাদী প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ নাটক মঞ্চায়ন, উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
রোববার (৭ মার্চ উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। 
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ও নূরল হক, গঙ্গাচড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শরিফুল ইসলাম।
আলোচনা শেষে নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।