রংপুরের তিস্তার পাড়ে দেখা মিলছে গিরিয়া হাঁস

রংপুরের তিস্তার পাড়ে দেখা মিলছে গিরিয়া হাঁস
গিরিয়া হাঁস

নিউজডোর ডেস্ক ♦ রংপুরের তিস্তার পাড়ে দেখা মিলছে গিরিয়া হাঁস। ঝাঁকে ঝাঁকে এ হাঁস উড়ে বেড়ানো পাখি প্রেমীদের মুগ্ধ করেছে। গিরিয়া হাঁস বা জিরিয়া হাঁস অ্যানাটিডি পরিবারের অ্যানাস গণের এক ধরনের ছোট আকৃতির সুলভ পাখি।

এরা বাংলাদেশের পরিযায়ী পাখি। শীতকালে এদের বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে দেখতে পাওয়া যায়। আইইউসিএন এই প্রজাতিকে আশংকাহীন বলে ঘোষনা করেছে। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাখি প্রেমী ড. তুহিন ওয়াদুদ বলেন, রংপুরে শীত অনুভূত হওয়ার পর থেকে বিভিন্ন পাখির দেখা মিলছে তিস্তা নদীতে। আমাদের সকলের উচিত পাখিদের অবাধ বিচরণ ও সংরক্ষণে এগিয়ে আসা।