চলে গেলেন আলী যাকের

চলে গেলেন আলী যাকের
আলী যাকের

নিউজডোর ডেস্ক ♦  দেশের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ইন্তেকাল করেছেন। ইন্না….. রাজেউন। শুক্রবার ৬টা ৪০ মিনিটে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর জানান, সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী যাকেরের মরদেহ নেয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংষ্কৃতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।

কয়েক বছর ধরে আলী যাকের ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। তাকে নিয়মিত থেরাপিও দেখা হতো। গত সপ্তাহে শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর কিছুটা সুস্থ্য হলে তাকে শনিবার বাসায় নেয়া হয়। রোববার আবার হাসপাতালে ভর্তি করে করোনা পরীক্ষা করানো হলে নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজেটিভ হন।  

১৯৪৪ সালে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে জন্মগ্রহণ করেন আলী যাকের। তিনি ১৯৭২ সালে মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেছিলেন এবং ওই বছরেরই জুন মাসে তিনি নাগরিক নাট্য সমপ্রদায়ে যোগ দেন। আলী যাকেরের মৃত্যু সাংষ্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।