মহান বিজয় দিবসে দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কর্মসুচী

মহান বিজয় দিবসে  দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কর্মসুচী

মোঃ আরমান হোসেন ♦ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস২০২০ উদযাপন উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যেগে বিভিন্ন কর্ম সূচী পালন করা হয়েছে

সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় শিক্ষা বোর্ড এর নিজস্ব কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়

সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড এর হল রুমে বিজয় দিবসের উপর আলোচনা সভা দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে

এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক

অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার

আলোচনা সভায় বক্তারা বলেন, এই দেশ স্বাধীন করতে দীর্ঘ মাস সময় লেগে ছিলো পৃথিবীর ইতিহাসে দীর্ঘ মেয়াদী যুদ্ধ করেছে আমাদের এই বীর মুক্তিসেনার দল আমরা তার ঋণ কোন দিনই পরিশোধ করতে পারবো না, তাদের স্মৃতি কখনই ভুলবার নয় মুক্তিযোদ্ধারা আমাদের প্রতিটি অন্তরে গেথে আছেন, তাঁদের স্মৃতি গুলো দেশে কিছু কু-চিন্তাশীল ব্যক্তি ধুলিষ্যাৎ করা ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে আমাদের ঐক্যব্ধভাবে ষড়যন্ত্রকারিদের প্রতিহত করতে হবে