কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী ৩ নারী নেতার একজন শেখ হাসিনা

কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী ৩ নারী নেতার একজন শেখ হাসিনা

নিউজডোর ডেস্ক ♦ কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণা প্রদানকারী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ মহাসচিব পেট্রোসিয়া স্কটল্যান্ড কিউসি আর্ন্তজাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে করোনাকালে অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেস্ডি আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসনিার নাম ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমি অনেক নারী  এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। এরপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেস্ডি আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসনিা, যারা করোনাকালে দেশে নিজ নিজ ভূমিকায় অস্ধারণ দক্ষতা দেখিয়েছেন।