বাঁশখালীতে শ্রমিক হত্যা: রংপুরে বামজোটের বিক্ষোভ

বাঁশখালীতে শ্রমিক হত্যা: রংপুরে বামজোটের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নভেল চৌধুরী ♦ চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি চালানোয় ৫ জন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। 
সোমবার দুপুরে পুলিশী বাধার মুখে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব চত্ত¡রে এ কর্মসূচি পালিত হয়। 
বাসদ রংপুর সমন্বয়ক (মার্কসবাদী) কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলা আহŸায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু।
কর্মসূচীতে বক্তারা বলেন, বাঁশখালীতে এস আলম গ্রæপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। সরকার বেতন আদায়ের ব্যবস্থা না করে মালিকের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন দমন করার জন্য পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে খুন করেছে, ৩০ জনকে আহত করেছে। আমরা বামজোট রংপুর জেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, নিহত শ্রমিকদের পরিবারকে একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানাই।