তিস্তার পানি বিপদসীমার ৬০ সে.মি ওপরে

তীরবর্তী এলাকায় ঢুকতে শুরু করেছে পানি

তিস্তার পানি বিপদসীমার ৬০ সে.মি ওপরে
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে।

এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানির প্রবেশ শুরু হয়েছে।

আজ বুধবার ভোর থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করে তখন ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা সকাল ৯টার দিকে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহ হতে থাকে।

তিস্তার পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইচগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজান থেকে পানি যেভাবে ধেয়ে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরও বাড়বে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি দরজা খুলে দেওয়া হয়েছে।