গঙ্গাচড়া থানা পুলিশের আনন্দ উৎসবে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

গঙ্গাচড়া থানা পুলিশের আনন্দ উৎসবে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
সভাপতিত্ব করেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার। সঞ্চালনায় ছিলেন এসআই ফারুক মিয়া।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। কর্মসূচীর মধ্যে ছিল বড় পর্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও বিভিন্ন তথ্যাদী প্রদর্শন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার (৭ মার্চ) বিকেলে থানা চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আজিজুল ইসলাম, জাতীয় পার্টি গঙ্গাচড়া উপজেলার সদস্য সচিব আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম প্রমূখ। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার। সঞ্চালনায় ছিলেন এসআই ফারুক মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।