এগুলো সভ্য সমাজে হতে পারেনা: পরীমণি বিষয়ে হাইকোর্ট

যুদ্ধাপরাধীদের মামলাব্যতীত সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এসব নির্দেশনা মানা হয় না।

এগুলো সভ্য সমাজে হতে পারেনা: পরীমণি বিষয়ে হাইকোর্ট

নিউজডোর ডেস্ক ♦ বাংলাদেশি চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে রিমান্ডে নেয়ার বিষয়টিকে “সভ্য সমাজে চলতে পারেনা” বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এদিকে পরীমণির জামিন প্রশ্নে জারি করা রুল অকার্যকর বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১ সেপ্টেম্বর) এ মন্তব্য এবং আদেশ করেন, বিচারপতি মোস্তফা কামাল ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।

অ্যাডভোকেট জাহিদ পান্না আদালতকে বলেন, রিমান্ড প্রশ্নে সুপ্রীম কোর্টের যেসব নির্দেশনা নিম্ন আদালতকে মেনে চলতে বলা হয়েছিল, যুদ্ধাপরাধীদের মামলাব্যতীত সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলা হয় না।

এসময় আদালত বলেন, আবেদনকারীরতো জামিন হয়ে গেছে। তাই রুলটি শুনানির জন্য অকার্যকর হয়ে গেছে। আর রিমান্ড নিয়ে যা বলছে, সে বিষয়তো আপিল বিভাগের গাইডলাইন আছেই। কিন্তু কেউ মানছেনা।