দেশের চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে

দেশের চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি (কুড়িগ্রাম)

নিউজডোর ডেস্ক ♦ দেশের চার বিভাগে ভারি বর্ষনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অধিদপবতর আরও জানিয়েছে যে আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রোববার (১৮ জুন) সকালে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।