রংপুরে সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রতিবন্ধী সংগঠনকে সরঞ্জাম-আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ২০টি সাংস্কৃতিক সংগঠনকে বাদ্যযন্ত্র, ৩টি ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী, ৩টি প্রতিবন্ধী সংগঠনকে চিকিৎসা সরঞ্জাম ও জটিল রোগে আক্রান্ত ২০৯ জন রোগীকে এক কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সরঞ্জমাদি বিতরণ করেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠকসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকার সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, প্রতিবন্ধী সংগঠনের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছে। কিভাবে এসব সংগঠনগুলোকে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বাংলা সংস্কৃতি চর্চা নিয়ে তরুনদের উদ্বুদ্ধ করতে এসব সাংস্কৃতিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুন সমাজকে মাদকের থাবা থেকে বাঁচাতে ক্রীড়াঙ্গন মূখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকেও উন্নত শিক্ষা দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। #রংপুর #জেলাপ্রশাসন #সাংস্কৃতিক #ক্রীড়া #প্রতিবন্ধী #সংগঠন #আর্থিক_সহায়তা #সরঞ্জাম