রংপুরে বাণিজ্যমেলা বন্ধে আন্দোলনে সাধারণ ব্যবসায়ীরা

একাত্বতা ঘোষণা মেয়রের

নিউজডোর ডেস্ক : রংপুরে শুরু হতে যাওয়া শিল্প ও বাণিজ্য মেলা বন্ধে মাঠে নেমেছে সাধারণ ব্যবসায়ীরা। রবিবার দুপুরে রংপুর নবাবগঞ্জ বাজারের সম্মুখে মানববন্ধন সমাবেশে ব্যবসায়ীরা জানান, গত বছরের নভেম্বর মাসে শেষ হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। এরপর দুই মাস অন্তরে আবারও আরেকটি মেলা শুরু হতে যাচ্ছে। বাণিজ্যিক এলাকায় ঘন ঘন মেলা বসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা।

অপরদিকে মেলায় নিম্নমানের পণ্য বিক্রির ফলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা, জাতীয় নির্বাচনের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ঘন-ঘন মেলা হওয়ার কারণে ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় মেটানোসহ জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

মানববন্ধন-সমাবেশে একাত্বতা ঘোষণা করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে পাশে থাকার ঘোষণা দেন। এরপর একটি মিছিল নগরীর সুপার মার্কেট, সিটি কর্পোরেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।