রংপুৃর-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, হবে ত্রিমূখী প্রতিদ্বন্দ্বিতা

গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নানা কৌশলে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরছেন প্রার্থীরা।

নিউজডোর ডেস্ক : রংপুর-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নানা কৌশলে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরছেন প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সদস্য, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে তিনি দিন-রাত গণসংযোগ, পথসভাসহ নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যাপক জনপ্রিয়তার কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়ার অভিযোগ করেন আসাদুজ্জামান বাবলু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে স্থানীয় প্রার্থী হিসেবে ভোটাররা তার পক্ষে রায় দেবে বলেন আশাবাদ ব্যক্ত করেন তিনি।