রংপুরের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের নির্দিষ্ট জায়গা নেই: মিলন

রংপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র মিলনের নির্বাচনী ইশতেহার

নভেল চৌধুরী: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন বলেছেন, রংপুরে কোনও শিক্ষিত যুবকের জন্য নির্দিষ্ট কোনও জায়গা নেই, যেখানে সে চাকরি করবে। আজকে শিক্ষিত যুবকদের চাকরি হবে কি হবে না এনিয়ে কারোর কোনও জবাব নেই। আমাদের মা-বোনেরা আর্থিকভাবে সক্ষম না। তাদরও কর্মসংস্থান নেই। বুধবার (১৪ ডিসেম্বর) নগরীর নিউক্রস রোড সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে তিনি ইশতেহার পাঠ করেন। আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী ও পরিবর্তনের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রমান মিলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ হয়ে তিনি ইশতেহারে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি কর্পোরশন বিনির্মাণের প্রতিশ্রæতি দেন তিনি। রংপুরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। এছাড়াও আধুনিক, পরিস্কার-পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব মহানগর উপহার দেয়ার আশ্বাস নগরবাসীকে দেন। তিনি বলেন, প্রশস্ত বিকল্প রাস্তা, ফ্লাইওভার ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে নগরবাসীকে যানজটমুক্ত যোগযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। সিটি বাজারসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মৎস আড়ৎগুলোতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে। পাইপলাইনের মাধ্যমে আবাসিক সংযোগসহ ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাস সরবরাহ নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। শ্যামসুন্দরী খাল ও ঘাঘট নদীর পরিকল্পিত পরিচর্যা করে নান্দনিক নগরী উপহার দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও রংপুর নগরীর রেল যোগাযোগ, অত্যাধুনিক হাসাপাতাল তৈরি করে অসহায় মানুষদের ৪০ ভাগ ছাড়ে রোগের পরীক্ষা-নিরিক্ষা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্থিক প্রণোদনা, ন্যায্যমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত এবং সেবা সংক্রান্ত কোনও অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।