নাটকীয়তার অবসান: মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট থাকা নিয়ে শঙ্কা

নাটকীয়তার অবসান: মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ ১৬তম এশিয়া কাপ হওয়া না হওয়া নিয়ে সংশয় ছিল এতদিন। এ আসরটি আদৌও মাঠে গড়াবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল ক্রিকেট পাড়ায়।

নিরাপত্তা ইস্যুর কারণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে অংশ নেয়ার ব্যাপারে আপত্তি ছিল ভারতের। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দেয়। সেখানেও আপত্তি জানায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

তবে এবার সব ধোঁয়াশা সরিয়ে হাইব্রিড মডেলেই এবারের এশিয়া কাপ আয়োজন করা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  

নিরাপত্তা ইস্যুকে ঢাল বানিয়ে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপের ম্যাচগুলো না খেলার ঘোষণা দেয় ভারত। তাই তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ম্যাচগুলো পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। অর্থ্যা’ এবারের এশিয়া কাপের আসরটি হতে চলেছে হাইব্রিড মডেলে বলে জানিয়েছে এসিসি। ফলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট থাকা নিয়ে শঙ্কা জেগেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে।