রংপুরে প্রতিবন্ধী অপহরণ, আসামী’র যাবজ্জীবন কারাদন্ড 

রংপুরে প্রতিবন্ধী অপহরণ, আসামী’র যাবজ্জীবন কারাদন্ড 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে প্রতিবন্ধী মেয়েকে অপহরণের মামলায় আবুল কালাম (৪৫) নামে এক আসামী’র যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আবুল কালাম ২০০৮ সালে পহেলা ডিসেম্বর প্রতিবেশী বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি গর্ভবতী হয়ে যায় এবং ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করে। আদালতের নির্দেশে ভুক্তভোগী মেয়ে, তার সন্তান এবং আসামী আবুল কালামের ডিএনএ পরীক্ষা করা হলে ধর্ষণ ও প্রসব করা সন্তান আসামীর বলে প্রমাণিত হয়। এ মামলায় দীর্ঘদিন আবুল কালাম সাজা খাটে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে শর্ত স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়ে আবুল কালাম ২০১৭ সালের ১৬ জুন রাতে ওই প্রতিবন্ধী মেয়েকে অপহরণের হুমকিসহ তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যদের গালিগালাজ করে। এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ের বাবা থানায় সাধারণ ডায়েরী করে। এতে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে ২০১৭ সালের ৭ নভেম্বর রাতে ওই প্রতিবন্ধী মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় ওই মেয়ের মা ঘটনাটি দেখে ফেলে এবং এলাকাবাসীকে বিষয়টি জানায়। এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ের বাবা ২০১৭ সালের ১১ নভেম্বর পীরগাছা থানায় আবুল কালামের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করলে পুলিশ অপহৃত ওই মেয়েকে উদ্ধারসহ আসামী আবুল কালামকে গ্রেফতার করে। এরপর আদালত সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে আসামী আবুল কালামকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম তুহিন বলেন, অপহরণের মামলায় আসামী আবুল কালামের যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদী ন্যায় বিচার পেয়েছে। রায় ঘোষণার সময় আসামী পক্ষের কোন আইনজীবি আদালতে উপস্থিত ছিলেন না।###