দেশে ২৪ ঘন্টায় ৪ জনের ডেঙ্গুতে মৃত্যু

দেশে ২৪ ঘন্টায় ৪ জনের ডেঙ্গুতে মৃত্যু

নিউজডোর ডেস্ক ♦ গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা  থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘন্টায় এ চারজনের মৃত্যুসহ এবছর মোট ৩৩ জনের যডেঙ্গুতে মৃত্যু হলো।

এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৩৮ জন রোগীকে চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ঢাকার ৫৩টি সরাকরি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১১ জন রোগী। এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি রয়েছেন ২২৭ জন ডেঙ্গু রোগী।