রংপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা প্রশাসন

রংপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা প্রশাসন

এহসানুল হক সুমন ♦  রংপুর নগরীর জামাল মার্কেটে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন, জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার নিদের্শনা প্রদান করেন। এদিকে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ৫০ হাজার টাকা, ২’শ কেজি চাল, শুকনা খাবার ও কম্বল বিতরন করা হয়। 

উল্লেখ্য, সকাল ৬টার দিকে জামাল মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো মার্কেট কাপড়ের দোকান হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শটসার্কিট নাকি বিড়ি-সিগারেট দিয়ে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস। অগ্নিকান্ডে কোটি টাকার উর্ধ্বে ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, জামাল মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।