মিয়ানমারে সেনা অভ্যুত্থানে চীনের সমর্থনের অভিযোগ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে চীনের সমর্থনের অভিযোগ

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমত্ দখল কারর পর বিশ্বের বেশিরভাগ দেশ নিন্দা জানালেও সমর্থন জানিয়েছে চীন বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

দ্য তাইওয়ান টাইমসের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, চীনা সেনাদের উড়োজাহাজে করে মিয়ানমারে নিয়ে যাওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ পাওয়া গেছে। আবার অনেকেই অভিযোগ করছেন, মিয়ানমারে বিভিন্ন শহরে চীনা সেনাদের দেখা গিয়েছে।

এছাড়াও মিয়ানমারের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হয়েছে, সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারবাসী যাতে অনলাইনে সংগঠিত হতে না পারে এর জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চীন সেনাবাহিনীকে সহায়তা করছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত চেন হাই বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান চীন সরকারকে বড় ধরণের ধাক্কা দিয়েছে।