হোটেল-রেস্তোরাঁয় বসিয়ে খাওয়ানো যাবে

হোটেল-রেস্তোরাঁয় বসিয়ে খাওয়ানো যাবে
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ সারাবিশে্বের মতো দেশেও রয়েছে করোনার সংক্রমণ। এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিধি নিষেধগুলোর মধ্যে হোটেল-রোস্তোরাঁ বন্ধের আদেশ। তবে নতুন প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলো ধারণ ক্ষমতার ৫০ শতাংশ আসনে গ্রাহক সেবা প্রদান করতে পারবেন।

রোববার (২৩মে) মন্ত্রিপরিষদের নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে হোটেল রেস্তোরাঁ মালিকদের এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনের বিধি নিষেধ ও নির্দেশনা ৩০ মে মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানাননো হতয়, হোটেল রোস্তোরাঁ ও খাবারের দোকানে আসন সংখ্যার অর্ধেকে গ্রাহক সেবা প্রদান করা যাবে।

উল্লেখ্য, গতকাল (২২মে) এক সংবাদ সম্মেলনে হোটেল-রেস্তোরাঁ মালিকরা বলেন স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খোলার অনুমতি  যদি সরকার না দেন তবে থালাবাটি নিয়ে রাস্তায় নামবেন ।