রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৬ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৬ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২০ জন, লালমনিরহাটের ৩ জন, গাইবান্ধা, দিনাজপুর ও নীলফামারীর একজন করে রয়েছেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, আরটিআই কর্ণারে চিকিৎসাধীন মেডিকেল ক্যাম্পাসের এক পুরুষ (৪৮), এক কিশোর (১৭), কেল্লাবন্দের এক নারী (৩৭), প্রাইম নার্সিং কলেজে হোস্টেলের এক যুবক (২০), গঙ্গাচড়ার এক পুরুষ (৩৩), সদরের এক শিশু (৬), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৭), গঙ্গাচড়ার এক বৃদ্ধ (৭৫), পীরগঞ্জের এক বৃদ্ধ (৬৫) ও দিনাজপুরের এক নারী (৩৫)। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর সিটি কর্পোরেশনের এক বৃদ্ধ (৭১), এক নারী (৩৪),  আদর্শপাড়ার এক নারী (৬০), ২নং ওয়ার্ডের এক নারী (৩৬), মুলাটোলের এক বৃদ্ধ (৭২), আলমনগরের এক পুরুষ (৩৭), মুন্সিপাড়ার এক যুবক (২৮), জুম্মাপাড়ার এক পুরুষ (৪৭), খামার মোড়ের এক নারী (২৮), সিও বাজারের এক পুরুষ (৩০) ও পীরগঞ্জ কৃষ্ণপুরের এক বৃদ্ধ (৬৫)। 

এছাড়া লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন থানাপাড়ার এক পুরুষ (৫০), খোজাবাড়ির এক যুবক (২৮), থানাপাড়ার এক পুরুষ (৪২), নীলফামারী সৈয়দপুরের এক পুরুষ (৩২), গাইবান্ধা পলাশবাড়ির এক পুরুষ (৩৩) নতুন করে আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৮২৩ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ২০২ জন ও মারা গেছেন ৬৪ জন।