রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ৪ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত

রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ৪ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত

মেরিনা লাভলী ♦ রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হয়েছে প্রশাসন। সোমবার রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ৪ জন  নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না থাকার অপরাধে ২৯টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 রংপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে রংপুর জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। সোমবার বিকেলে নগরীর সিটি বাজার, মেডিকেল মোড়, ঢাকা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, নাশিতা-তুল ইসলাম ও আরফিন জাহান এবং সিটি কর্পোরেশনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জনসমাগম এলাকায় মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হয় এবং মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এ সময় পুলিশ, র‌্যাব, রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।