রংপুরে লকডাউন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

রংপুরে লকডাউন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত
মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১৩ এর সদস্যদের নিয়ে রংপুর মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

নভেল চৌধুরী ♦ করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারাদেশের মতো সর্বাত্মক লকডাউন চলছে রংপুরে। রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন।

বুধবার (১৪ এপ্রিল) কঠোর লকডাউনের প্রথম দিনে মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১৩ এর সদস্যদের নিয়ে রংপুর মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। জরুরী প্রয়োজন ছাড়া আমরা কাউকে বাহিরে বের না হতে আহবান জানাচ্ছি। লকডাউন নিশ্চিকরণে রংপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।