রংপুরে বাড়বে তাপমাত্রা, থাকবে ঘন কুয়াশা

রংপুরে বাড়বে তাপমাত্রা, থাকবে ঘন কুয়াশা

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের প্রেক্ষাপটে শীতলতম মাস জানুয়ারি মাসের কয়েকদিন অতিবাহিত হতে থাকলেও শৈত্যপ্রবাহের সেই ছাপ এখনও পড়েনি জানুয়ারির এই কয়েক দিন ধরেই রংপুরে তাপমাত্রা অল্প অল্প করে বাড়ছে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলের সংখ্যাও কমছে দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সামনে তা আরও কমে আসতে পারে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াসশনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশমিক ডিগ্রি সেলসিয়াস। | আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারেসারাদেশে দিন রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারেতার পরের তিন দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারেপূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা েআকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, রংপুরের আকাশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের চেয়ে এটি রাতে বেশী অনুভব করা যায়। এসময় অনেক জেলায় হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। তবে এবার আবহাওয়ায় শৈত্যপ্রবাহ আসা যাওয়া করবে। খুব একটা বোঝা না গেলেও শৈত্যপ্রবাহ মাঝে বাড়তেও পারে। এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ রংপুরের পাশ্ববর্তি কয়েকটি জেলায় বয়ে গেলেও রংপুরে এর তীব্রতা এখনও আসেনি। তবে এবার শৈত্যপ্রবাহের সাথে তাপমাত্রা বাড়বে। রাতের দিকে তাপমাত্রা বাড়লেও মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।