তীরে এলো লঞ্চ, আরও ১৫ জনের মৃতদেহ উদ্ধার

তীরে এলো লঞ্চ, আরও ১৫ জনের মৃতদেহ উদ্ধার
ছবি: যুগান্তরের

নিউজডোর ডেস্ক ♦ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি তীরে আনা হয়েছে। সোমবার বেলা ১২-সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় উল্টো করে লঞ্চটি নদীর পূর্বপারে তীরে আনা হয়।

এরপরই লঞ্চটি থেকে মৃতদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা। দুপুর পৌনে ১টার দিকে সমকালে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী লঞ্চের ভেতর থেকে আরও ১৫টি মৃতদেহ বের করে আনা হয়েছে। সবমিলিয়ে এপর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আনুষ্ঠিকভাবে কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

একজন যাত্রী তার দেয়া বক্তব্যে বলেন, লঞ্চটি নির্মাণাধীন শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি যাওয়ার পর পেডছন থেকে এসকে-৩ নামে কার্গো জাহাজটি লঞ্চ বরাবর দ্রুত গতিতে এগিয়ে আসে। ওই সময় যাত্রীরা হাত নেড়ে কার্গোটি পাশ দিয়ে যেতে ইশারা করেন। কিন্তু কার্গো থেকে লঞ্চটিকে সরে যেতে বলা হয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই কার্গো জাহাজটি লঞ্চের পিছনে এসে ধাক্কা দিলে সেটি ভেঙে ডুবে যায়।