রংপুরে বেড়ে চলেছে শীতের তীব্রতা

রংপুরে বেড়ে চলেছে শীতের তীব্রতা

নভেল চৌধুরী ♦ রংপুরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরাঞ্চল। সূর্যের দেখা নেই আকাশে। শরীরে উষ্ণতা পেতে পড়তে হচ্ছে মোটা কাপড়। একেই হয়তো বলে হাড় কাপাঁনো শীত।

সড়কগুলোতে হালকা যানবাহন চললেও দিনের বেলা যেতে হচ্ছে আলো জালিয়ে। বাতাসে খেলে বেড়া কুয়াশার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী, চাকুরিজীবীদেরসহ ব্যবসায়ীদের। উপায় না পেয়ে এমতাবস্থায় পাড়ি দিতে হচ্ছে কর্মস্থলে।

আজ মঙ্গলবার (১৫ ডিসম্বের) সকাল নয়টা পর্যন্ত রংপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলায় একটি প্রবাদ আছে "মাঘ মাসে বাঘ কাঁদে"। সেই মাঘ মাস না আসতেই এ শীতের তীব্রতায় যেন কাঁত হয়ে গেছে উত্তরের মানুষ। গতকাল সোমবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে রংপুরসহ উত্তরের বুকে। যত সময় গিয়েছে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে পুরো রংপুর।