রংপুর টাউন হল বধ্যভূমির কুয়ায় মিললো মানুষের দাঁত

রংপুর টাউন হল বধ্যভূমির কুয়ায় মিললো মানুষের দাঁত
রংপুর টাউন হল বধ্যভূমি।

এহসানুল হক সুমন ♦ ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী রংপুর টাউন হলে ক্যাম্প করে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করেছিলো।  মা-বোনদের ইজ্জত লুটসহ তাদের হত্যা করে ফেলে দেয়া হয়েছিলো টাউন হলের কুয়ায়।

সম্প্রতি জেলা প্রশাসন ওই স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহন করে। তাই নির্মান কাজের জন্য শ্রমিকরা মাটি খুড়লে বেরিয়ে অাসে সেই কুয়া। এর ভেতর থেকে সোমবার সকালে পাওয়া যায় মানুষের দাঁত। এ খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকসহ সাধারন মানুষ ছুটে যান টাউন হলে। প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারাও টাউন হল বধ্যভূমি এলাকা পরিদর্শন করে। 

খনন কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, কুয়ার উপরিভাগ কেবল খোঁড়া হয়েছে। পুরো কুয়া খুড়লে মুক্তিযুদ্ধকালীন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মানুষের হাড়গোর পাওয়া যেতে পারে।