রংপুরে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের  তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

রংপুরে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের  তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

স্টাফ রিপোর্টার ♦ ‘দশের জন্য দেশের যুবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। শনিবার বিকেলে লায়ন্স ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন হাসান মাহবুব আখতার লোটন। ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের রংপুর বিভাগীয় প্রধান লায়ন আজহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লায়ন ফারহানা হাসান বিথী, তারেক আহমেদ, ফরিদ আহাম্মেদ।

অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের যুবারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, করোনাক্রান্তিতে যুবারা জীবন ঝুঁকি নিয়ে মানবতার সেবায় কাজ করে গেছেন। আগামীতেও তারা সংগঠনের পদ-পদবী বিবেচনায় না এনে নিজ দায়িত্বে সমাজ সেবায় কাজ করে যাবে বলে আশা করছি। যুবশক্তি হচ্ছে বড় শক্তি। যা দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করা সম্ভব। আলোচনা সভা শেষে বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি কেক কাটা হয়।