প্রতি মাসে ১ কোটি লোককে টিকা দেয়ার পরিকল্পনা

দেশে ৮ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা রয়েছে

প্রতি মাসে ১ কোটি লোককে টিকা দেয়ার পরিকল্পনা

নিউজডোর ডেস্ক ♦ দেশের স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রতি মাসে এক কোটি লোককে করোনার টিকা দেয়ার পরিকল্পনা চলছে। আগামী ১ এবছরের মধ্যে ২১ কোটি ভ্যাকসিন আমরা পাচ্ছি। গ্রামগঞ্জে শুধু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকার আওতায় মানুষজনকে আনা হবে।

রোববার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনেকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের ৮ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা রয়েছে। আগামী দিনে প্রতি মাসে এক কোটি লোককে করোনা টিকা দেয়ার পরিকল্পনায় কাজ করছি।

তিনি বলেন, সারা দেশে করোনা রোগীদের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। গ্রামের চিত্র আশঙ্কাজনক। আক্রান্তদের ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা। যারা সবাই বয়স্ক।

যে হারে রোগী বাড়ছে বেডের সঙ্কট দেখা দিতে পারে বলে তিনি জানান।