নারী ফুটবল লীগে নিজ পরিচয়ে খেলতে চায় পালিচড়ার  মেয়েরা

নারী ফুটবল লীগে নিজ পরিচয়ে খেলতে চায় পালিচড়ার  মেয়েরা

স্টাফ রিপোর্টার ♦ আসন্ন বাংলাদেশ নারী ফুটবল লীগে নিজ ক্লাবের পরিচয়ে খেলতে চায় রংপুরের পালিচড়ার নারী ফুটবলার তৈরীর বাতিঘর সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের মেয়েরা

রংপুরের প্রত্যন্ত অঞ্চলের পালিচড়ায় নারী ফুটবলার এর গ্রাম খ্যাত এই ক্লাবের ১২ জন নারী ফুটবলার ইতিমধ্যে বিভিন্ন বয়স ভিত্তিকে  জাতীয় দলে খেলছেযাদের  প্রত্যেকের বাড়ি  সদর উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নেএছাড়াও ২০১৯-২০২০ নারী লীগে এফ সি  উত্তর বঙ্গের হয়ে খেলেছেন সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের ১৪ জন খেলোয়াড়

এফ সি উত্তর বঙ্গের হয়ে সদ্যপুষ্করিনী যুব স্পোটিং  ক্লাব থেকে খেলা রুনা রেখা বলেন, এবারের লীগে আমাদের নিজের ক্লাব থেকে খেলতে পারলে লীগে সর্বোচ্চ চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্যআমরা আমাদের নিজ পরিচয়ে এগিয়ে যেতে চাই

ক্লাবটির কোচ মিলন মিয়া বলেন,আমাদের ১২-১৩ জন খেলোয়াড় বিভিন্ন বয়স ভিত্তিকে বাংলাদেশ দল জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেন আমাদের মেয়েরা নারী লীগে এফ সি উত্তর বঙ্গের হয়ে খেলেছেন পুরো লীগেশুরুতেই ভাল খেললেও পরে ফিটনেস এর কারনে ভাল খেলতে পারে নাই তবে আমরা এবার ফিটনেস নিয়ে কাজ করেছ কিছু খেলোয়াড়কে নিয়ে বিশেষ ভাবে কাজ করা হয়েছেযদি এবারের লীগে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে সুযোগ দেওয়া হয় মেয়েরা ভাল করবে এবং দেশের ফুটবল উন্নয়নে ক্লাবটি ভুমিকা রাখবে

সদ্যপুষ্করিনী ক্লাবের কো- অর্ডিনেটর  রাসেল আকন্দ বলেন, আমরা দেড় বছর যাবত মহিলা ক্যাম্পটি পরিচালনা করে আসছি নারী লীগের সমস্ত শর্ত পুরোন করে যোগ্য দল হিসাবে খেলার প্রস্তুতি নিয়েছিশুধ মাত্র বাফুফের সুযোগের অপেক্ষায়

ক্লাবের সি সুরাইয়া আফরিন হেলেন বলেন, আমাদের এই ক্লাবটির অধিকাংশ মেয়ে জাতীয় দলে খেলে রংপুর জেলা সহ সারাদেশে সুনাম কুরিয়েছে এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আসন্ন নারী লীগে নিজেদের ক্লাব থেকে অংশ গ্রহন করতে ইচ্ছুক এবং দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চাই

জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু বলেন,আমার এলাকার মেয়েরা রংপুরের নামে সুনাম কুরিয়েছে এবারে যদি তার নিজ ক্লাব থেকে লীগে খেলে,তকে  আরও ভাল করবে বলে আশা করেন তিনি

সদ্যপুষ্করিনী যুব স্পোটিং ক্লাবের উপদেষ্টা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন বলেন,পালিচড়ার নারী ফুটবলার গ্রামের একটি সুনাম আছেএখান অনেক নারী ফুটবলার আজ ভালো ভালো জায়গায় খেলছেমেয়েদের এবার ইচ্ছা তারা নিজেদের ক্লাবের হয়ে লীগ খেলবেএতে তাদের প্রতিভার আরও বিকাশ ঘটবে বলে মনে করছি