দুস্কৃতিকারীদের হামলায় আহত: হুইল চেয়ারে রমজানের ভোট প্রার্থনা

দুস্কৃতিকারীদের হামলায় আহত: হুইল চেয়ারে রমজানের ভোট প্রার্থনা
হুইল চেয়ারে করে ওয়াডের্র বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের কাছে তার উটপাখি মার্কায় ভোট প্রার্থনা করেন ও দোয়া নেন।

মো: আরমান হোসেন ♦ দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে ১২নং  ওয়ার্ডের আহত কাউন্সিলর পদে প্রার্থী, শহর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ আশরাফুল  আলম রমজান আজ বৃহস্পতিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল  থেকে এ্যাম্বুলেন্সযোগে নিজ এলাকায় এসে হুইল চেয়ারে করে ওয়াডের্র বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের কাছে তার উটপাখি মার্কায় ভোট প্রার্থনা করেন  দোয়া নেন

এ  সময় ভোটারদের মধ্যে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। দুষ্কৃতিকারীদের হামলায় আহত  আশরাফুল আলম রমজানকে উটপাখি মার্কায় ভোট দিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রায়  দেয়ার জন্য ভোটাররা আহবান জানান।

সম্প্রতি উটপাখির প্রচারনা চালানোর সময় কতিপয় দুস্কৃতিকারী বাধা দেয় এবং আশরাফুল আলম রমজানকে ধারালো অস্ত্র দিয়ে  আহত করে। আহত আশরাফুল আলম রমজান প্রচারণার শেষ দিনে আহত অবস্থায় ভোটারদের  কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় আহত উটপাখি কর্মী মুন্নাও সাথে ছিলেন।  এসময় ভোটাররা প্রার্থী আশরাফুল আলম রমজানের উপর হামলাকারীদের গ্রেফতার ও  বিচারের দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি, আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী রাশেদ পারভেজ, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিজয় কুমার, যুগ্ম সাধারন সম্পাদক জামান দুলাল, যুবলীগ নেতা ফয়সাল ইবনে আজিজ চঞ্চল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা আরমান প্রমুখ।