দেশে দূর্নীতির উন্নয়ন হচ্ছে- জিয়া উদ্দিন বাবলু

দেশে দূর্নীতির উন্নয়ন হচ্ছে- জিয়া উদ্দিন বাবলু

স্টাফ রিপোর্টার ♦ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, আমরা উন্নয়নের কথা বলি। উন্নয়ন কিসের হচ্ছে, দেশে দূর্নীতির উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। টিআইবি বলেছে বাংলাদেশ ১২তম দূর্নীতি গ্রস্থ দেশ। এটা বলতে আমাদের লজ্জা লাগে। আজ ৪২ শতাংশ মানুষ দারিদ্রতার মধ্যে রয়েছে। দেড় কোটি মানুষ করোনার কারণে চাকুরী হারিয়েছে। অথচ সরকার এইসব মানুষদের কথা ভাবেনি। 

রোববার বিকেলে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে রংপুর নগরীর দর্শনাস্থ জাপা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, বিনা পরীক্ষায় সবাই ক্ষমতায় যেতে চায়। এটি লজ্জার ব্যাপার। আমাদের দেশে এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তা খোলার কোন উদ্যোগ নেয়নি সরকার। এখন সবখানে অটো পাস। বিনা পরীক্ষায় পাস হচ্ছে শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, আমরা অটো পাসের পরিবর্তন চাই। আমরা সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাই। সরকারের ব্যর্থতা, সীমাবদ্ধতা ও গণমানুষের পক্ষে যেসব কথা বলা দরকার সে কথা আমরা অবশ্যই বলবো।  

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি। সেই সাথে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবী জানাচ্ছি। ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু বর্তমান পঙ্গু নির্বাচন কমিশন সে পরিবেশ তৈরী করতে পারেনি। 

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ,জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, সদস্য সচিব আহাদ চৌধুরীসহ স্থানীয় যুব সংহতির নেতৃবৃন্দরা।