কুড়িগ্রামে মাস্ক পড়া নিশ্চিতে জেলা পুলিশের প্রচারণামূলক কর্মসূচি

কুড়িগ্রামে মাস্ক পড়া নিশ্চিতে জেলা পুলিশের প্রচারণামূলক কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ উপলক্ষে রবিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে শাপলা চত্ত্বরে মানববন্ধন শেষে একটি প্রচারণামূলক র‌্যালি কলেজরোড পর্যন্ত প্রদক্ষিন করে।

কর্মসূচি পালনকালে জনসাধারণকে মাস্ক পড়ান কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, পৌর মেয়র কাজিউল ইসলাম সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ জেলা পুলিশের সদস্যরা।

পরে শাপলা চত্ত্বর থেকে প্রচারণমূলক র‌্যালিটি সড়ক প্রদক্ষিন করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও জনসচেতনাতামূলক বক্তব্য রেখে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা