করোনায় আরও ৫৯ মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড!

করোনায় আরও ৫৯ মৃত্যু,  সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড!

নিউজডোর ডেস্ক ♦ দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের তাণ্ডবে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। আজ দেশে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড হয়েছে। আজ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৯ জনের দেহে। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘন্টায় ৬ হাজার ৪৬৯ জনের দেহে সংক্রমিত হয়েছে করোনা ভাইরাস। এতে করে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে, ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

সেখানে বলা হয়, গত ২৪ ঘন্টায় আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ২৪ ঘন্টায় ২২ি৬টি পরীক্ষাগারে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৮টি নমুনা।

২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।  শনাক্ত বিবেচনায়  মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

একদিনে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ঐ মাসের ১৮ তারিখে দেশে প্রথম করোনা রোগী মৃত্যুবরণ করেন।