করোনা ভ্যাকসিন প্রয়োগে বিত্তবাণদের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাচ্ছে-মির্জা ফখরুল

করোনা ভ্যাকসিন প্রয়োগে বিত্তবাণদের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাচ্ছে-মির্জা ফখরুল

এহসানুল হক সুমন ♦ করোনা ভ্যাকসিন প্রয়োগে সাধারণ মানুষ নয়, বিত্তবাণ ব্যক্তিদের প্রতিষ্ঠান ও সংস্থা অগ্রাধিকার পাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের পরাজয় হয়েছে। চাহিদার তুলনায় অতি সামান্য নমুনা পরীক্ষা হয়েছে। সরকার এখন পর্যন্ত কোন বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরী করেনি করোনার ভ্যাকসিন প্রয়োগে। শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা করোনার ভ্যাকসিন পাওয়ার চেস্টা করছে অথচ এ বিষয়ে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি।  

সোমবার বিকেলে রংপুরের বিনোদনকেন্দ্র ভিন্ন জগতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রংপুর বিভাগীয় উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের উপর আস্থা হারিয়ে প্রশাসনের উপর আস্থা রেখেছে। তারা গত কয়েক বছর আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট ব্যবহার করেছে। ২০১৪ সালের নির্বাচন থেকে এটি শুরু হয়েছে, এখনও চলছে। তাই স্বাভাবিকভাবে পুলিশও মনে করছে তারা এ সরকারকে ক্ষমতায় এনেছে, তাদের যা ইচ্ছা তাই করতে পারে। আমি আদালতকে ধন্যবাদ জানাই যে আদালত অন্তত পুলিশের দায়িত্বটা মনে করে দিয়েছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কোন ব্যক্তির নয়, কোন দলের নয়।

এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রংপুর বিভাগীয় উদ্যাপন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সঞ্চালনায় ভিন্নজগত অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রংপুর বিভাগীয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এতে রংপুর মহানগর বিএনপিসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি’র নেতৃবৃন্দরা অংশ নেন।