কেন রংপুরে তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে হলো গ্রাম

কেন রংপুরে তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে হলো গ্রাম

স্টাফ রিপোর্টার ♦ রংপুরেরে পীরগাছায় গেল বৃহস্পতিবার (১২আগস্ট) একটি গ্রামের ৫০বছরের পুরানো নাম পরিবর্তন করে রাখা হয় ‘তাইয়্যেপপুর’। কেন পরিবর্তন করা হয়েছে এই গ্রামের নাম। এরকম প্রশ্ন থাকতেই পারে সকলের মাঝে।

এ প্রশ্নের উত্তরে এলাকাবাসীরা বলেন, আমাদের এই গ্রামের নাম ৫০ বছর ধরে ছিল ‘ব্যাকাটারী’। এতে করে এলাকার বাইরে গ্রামের নাম বলতে আমাদের লজ্জাবোধ হতো। মানুষদের হাসি-তামাশায় পড়তে হতো। নিজেদের তখন অসহায় মনে হতো।

তাই আমরা গ্রামবাসী একজোট হয়ে সিদ্ধান্ত নেই যে গ্রামের নাম পরিবর্তন করবো।

তুরস্কের প্রেসিডেন্টেরই নামে কেন গ্রামের নামকরণ করা হলো, এমন প্রশ্নের জবাবে স্থানীয় বাসিন্দা এবং পরীগাছা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম জানান, তুরস্কের রাষ্ট্রপ্রধানের সততা ও দেশাত্মবোধ বিশ্বের সকলকেই মুগ্ধ করেছে। এ বিষয়টি বিবেচনা করেই আমরা রিসেপ তাইয়েপ এরদোয়ানের নামানুসারে এই গ্রামের নাম ‘তাইয়েপপুর নির্ধারণ করেছি।