এক হাজার শয্যা করোনা হাসপাতালের উদ্বোধন

এক হাজার শয্যা করোনা হাসপাতালের উদ্বোধন
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে এক হাজার শয্যা করোনা হাসপাতালের উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটির উদ্বোধন করেন।

জানা গেছে, এই হাসপাতালে ১১২টি আইসিইউ বেড ও ২৫০টি এইচডিইউ বেড রয়েছে। এ ছাড়া আইসিইউ মানের বেড আছে ১৩৮টি। বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি হাসপাতালে জরুরি ওয়ার্ডে রাখা হয়েছে ৫০টি বেড। মারাত্মক আক্রান্ত নন- এমন রোগীদের জন্য রাখা হয়েছে আরও ৪৫০টি বেড।

সোমববার সকাল থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।

হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।