রংপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

একজন ব্যক্তি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে তার পুরো সম্প্রদায়ের দিকে আঙুল তোলা মোটেও উচিত নয়: সংলাপে বক্তারা

রংপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডবিøউএম রায়হান শাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পালসহ শিক্ষক, রাজনীতিবিদ এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। সংলাপে বক্তারা বলেন, আমাদের দেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ যে সম্প্রীতি রয়েছে তা অন্য কোনো দেশে দেখতে পাওয়া যাবে না। আমাদের এ সম্প্রীতি নষ্ট করতে কিছু অদৃশ্য শক্তি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারা রংপুরের পাগলাপীর ও পীরগঞ্জে ধর্ম নিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেছিল। যে ঘটনা ঘটেছিল সম্পূর্ণ গুজবের ওপর নির্ভর করে। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং গুজবে কান না দিয়ে আসল ঘটনা জেনে তারপরে আইন নিজের হাতে না তুলে প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। একজন ব্যক্তি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে তার পুরো সম্প্রদায়ের দিকে আঙুল তোলা মোটেও উচিত নয়।###