রংপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

রংপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে টাউন হল চত্ত¡রের উন্মুক্ত মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিত্বে পুস্পার্ঘ্য অর্পন করেন, বিভাগীয় প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকার দপ্তর, সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক অ্যাড. আনোয়ারুল ইসলামসহ অন্যরা। 
বক্তারা বলেন, শহীদ শেখ কামাল ছিল আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃত, সাংস্কৃতিক সংগঠক। দেশ স্বাধীন হওয়া আগেই তিনি আবাহনী সমাজকল্যান সংস্থা গঠন করেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। ফুটবলের পাশাপাশি তিনি হকি, ক্রিকেট, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন।