তিস্তার পানি কমছে, শঙ্কা ভাঙনের

তিস্তার পানি কমছে, শঙ্কা ভাঙনের

নিউজডোর ডেস্ক ♦ তিস্তার পানি কিছুটা কমলেও রয়েছে ভাঙন আতঙ্ক। ফলে দুশ্চিন্তায় রয়েছেন তিস্তা পাড়ের মানুষ জন। রোববার (২৭ আগস্ট) সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা ৪১ সেন্টিমিটারে নেমেছে।

তবে এখনো চারণভূমির আমন ক্ষেত নদী তীরবর্তী নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। ফলে প্রায় ৫০ হাজার পরিবার এখনও পানির নিচে। স্থানীয়দের শুকনো খাবারর সঙ্কট রয়েছে বলেও জানান তারা।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিঙ্গিমারী সিন্দুরনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর গোকুন্দা ইউনিয়নের পরিবারগুলোর মধ্যে নদীভাঙনের আতঙ্ক বিরাজ করছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে। ধীরে ধীরে পানি কমবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় নগদ ১৩ লাখ টাকা, ৪৫০ মেট্রিক টন চাল শুকনো খাবারের দুই হাজার প্যাকেট প্রস্তুত রয়েছে।