ব্রিকসে যুক্ত হচ্ছে নতুন ৬ দেশ, নেই বাংলাদেশ

ব্রিকসে যুক্ত হচ্ছে নতুন ৬ দেশ, নেই বাংলাদেশ

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে সদস্য সংখ্যা বাড়লেও নেই বাংলাদেশ। এ জোটে যোগ দিতে ছয় দেশকে আমন্ত্রন জানানো হলেও সেই আমন্ত্রনের তালিকায় নেই বাংলাদেশের নাম।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতারা জোটের সদস্য সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। সম্মেলনের শেষ দিন আজ নতুন সদস্য নেয়ার বিষয়টি চুড়ান্ত হয়।

ব্রিকসে যোগদানের জন্য আমন্ত্রিত দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। জোটের বর্তমান সদস্যরা হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ব্রিকস দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।