আমের সাথে যে পাঁচটি জিনিস খাবেন না

চলছে আমের মৌসুম, তাই জেনে রাখা ভালো

আমের সাথে যে পাঁচটি জিনিস খাবেন না
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ আমাদর দেশে এখন আমের ভরা মৌসুম। হাড়িভাঙ্গা, ক্ষীরসা, গোপালভোগ, আম্রপলীসহ জনপ্রিয় আম এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমের স্বাদ, সুগন্ধ আমাদের মন কাঁড়ে বলেই আমকে বলা হয় ফলের রাজা । আম খাওয়ার পরে বা আমের সাথে কিছু খাবার আছে যা খেলে হতে পারে আপনার বিপদ। তাহলে আসুন জেনে নেই যে পাঁচটি খাবার আম খাওয়ার পরে খাবেন না:

দই: অনেকে আম ও দই একসাথে খেতে পছন্দ করেন। তবে জানলে অবাক হবেন যে আম ও দই একসাথে খেলে এর সংমিশ্রণ আপনার পেটব্যথার কারণ হতে পারে। তাই এড়িয়ে চলুন।

করলা: আপনি আম খেয়েছেন, তাহলে সাথে সাথে করলার কোনরকম পদ খাবেন না। আয়ুর্বেদ অনুসারে এই দুটি খাবার একসঙ্গে খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে।

মসলাযুক্ত খাবার: আপনি যদি মশলাযুক্ত খাবারের সাথে আম খান তাহলে আপনার খাবারের হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, ফলে আপনি অসুস্থ হতে পারেন।

ঠান্ডা পানীয় ও পানি: খাওয়ার সাথে সাথে কোমল পানীয় কিংবা সাধারণ পানি পান করা ঠিক নয়। যদিও অনেকে আম খাওয়ার পর পানি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এটা ঠিক নয়। আম খাওয়ার পর পানি পান থেকে আপনাকে বিরত থাকতে হবে।