ইউটিউব দেখে সন্তান প্রসব, প্রাণ গেল প্রসূতির

ইউটিউব দেখে সন্তান প্রসব, প্রাণ গেল প্রসূতির

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ইউটিউব দেখে সন্তান প্রসব করতে গিয়ে চিরতরে স্ত্রীকে হারিয়ে ফেললেন এক স্বামী। তার স্ত্রী যখস প্রসব বেদনায় ভুগছে, তখ তাকে হাসপাতালে না নিয়ে চেষ্টা করেছেন বাড়িতেই সন্তান প্রসবের। এতে করে সুস্থ সন্তানের জন্ম দিলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাণ গেল মায়ের।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ আগস্ট) ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায়।

মৃত ওই নারীর নাম এম লগনায়কি (২৭) তিনি একজন গৃহকর্মী ছিলেন। নবজাতককে চিকিৎসার জন্য পোচমপালির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লগনায়কের স্বামী মাদেশকে আটক করেছে পুলিশ।

পোচমপল্লীর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মনোহরন বলেছেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। মহিলার মৃত্যুর পরপরই, পেরুগোভানপল্লীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার এম রথিকা মঙ্গলবার পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে অভিযোগ দায়ের করেছেন।