রংপুরে ৩’শ শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ

আল খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশের উদ্যোগ

রংপুরে ৩’শ শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে শীতের তীব্রতা বাড়ায় অস্বচ্ছল, ছিন্নমূল, ভিক্ষুক, প্রতিবন্ধীসহ ৩’শ শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশে’র পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় রংপুর নগরীর শিবরাম ফ্রেন্ডস প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

প্রতিদিনের বাংলাদেশের রংপুর ব্যুরো প্রধান মেরিনা লাভলী’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান, সাংবাদিক ও শিক্ষক হাসেম আলী, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এহসানুল হক সুমন, অদম্য বাংলাদেশের সদস্য অর্জুন দাস, নভেল চৌধুরীসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অদম্য বাংলাদেশের রংপুর জেলার আহ্বায়ক আজহারুল ইসলাম দুলাল। ভাল মানের কম্বল পেয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, রংপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। সরকারের পাশাপাশি আল-খায়ের ফাউন্ডেশন ও অদম্য বাংলাদেশের মত সংগঠন শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে থাকলে এ শীতে কেউ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও যে কোন দূর্যোগে এ সংগঠনটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা করছি।