সিন্ডিকেট ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি: বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেট ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি: বাণিজ্যমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিন্ডিকেট সম্পর্কে কোনও কথা বলেননি উল্লেখ করে বাণিজ্যনমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী বলেছেন তা তিনি জানেন না ।  

বুধবার( ৩০ আগস্ট) রাজধানীতে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে একথা জানান ।  

তিনি বলেন, সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রী কী বলেছেন আমি জানি না । পণ্যবাজারে সিন্ডিকেট ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিনি ।  বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব দেশেও পড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যখন কোনো সংকট দেখা দেয় তখন কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয় । বাজার পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে । তবে নিরঙ্কুশ বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় ।

 তিনি বলেন," গতকালের( ২৯ আগস্ট) সংবাদ সম্মেলনের পর আমি দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম । সেখানে আমেরিকান চেম্বারের প্রতিনিধিরাও ছিলেন । কিন্তু আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিনি । তিনি কিছু জিজ্ঞেসও করেননি ।. 

উল্লেখ্য, নিত্যপণ্যের সিন্ডিকেট ইস্যুতে বাণিজ্যমন্ত্রী ধরবেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।