আইফোন-১৫ আসতে পারে সেপ্টেম্বরে, কত হবে দাম

আইফোন-১৫ আসতে পারে সেপ্টেম্বরে, কত হবে দাম
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ নতুন আইফোন আসতে পারে আগামী মাসের ১২ তারিখে। এই দিনে, অ্যাপল আইফোন ১৫ লঞ্চ হতে পারে।

প্রতি বছর সেপ্টেম্বরে অ্যাপল নতুন আইফোন ঘোষণা করে। প্রযুক্তি বিশ্বে এটি অ্যাপলের সেপ্টেম্বরের ইভেন্ট হিসেবে পরিচিত। অ্যাপলের মতে, এই বছরের ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে কোম্পানির সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অ্যাপল ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে। অ্যাপল ইভেন্টে iPhone 15 উন্মোচন করবে, এটা প্রায় নিশ্চিত। এতে ওয়াচ সিরিজ 9, ওয়াচ আল্ট্রা 2, অপারেটিং সিস্টেম iOS 17, WatchOS 10 এবং TVOS 17 লঞ্চের ঘোষণা করতে পারে।

ধারণা করা হচ্ছে এবার আইফোনে ইউএসবি-সি ক্যাবল যুক্ত হতে যাচ্ছে। এই ঘোষণা এলে সংগঠনের ইতিহাসে তা হবে যুগান্তকারী ঘটনা।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২ হাজার ১০০ মার্কিন ডলার হতে পারে। যা বাংলাদেশি টাকায় হিসেব করলে সর্বসাকুল্যে ২ লাখ ১০ হাজারের আশেপাশে হতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের ধারণ ক্ষমতা ২ টেরাবাইট হবে বলে জানা গেছে।