ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ পাকিস্তানের সাবে প্রধানমন্ত্রী ইমরান খানের শাস্তি স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংক্ষিপ্ত রায়ে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

আদালত বলেছে, পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সাজা স্থগিত করার বিস্তারিত কারণ পরে জানানো হবে বলেও জানিয়েছে আদালত। এই রায়কে ইমরান খানের একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। তোষাখানা মামলায় সাজা সাজার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন ইমরান।

এই মাসের শুরুতে, জেলা দায়রা জজ আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে। ফলে বছরের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ শেষ হয়ে যায়।

দেশ যখন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এমন এক সময়ে আদালত তার সাজা স্থগিত করেছে। সারাদেশে ইমরান খানের ব্যাপক জনসমর্থন রয়েছে।