সারাদেশে ডেঙ্গুতে প্রাণ গেল ৫’শ জনের

সারাদেশে ডেঙ্গুতে প্রাণ গেল ৫’শ জনের

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ৫’শ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জাহিদ মালেক। বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, বছর ডেঙ্গুর সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালে অনেক রোগী। তবে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত ৫০০ জনের মৃত্যু হয়েছে, ১ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মশা নিয়ন্ত্রণে না থাকায় আমাদের এত মৃত্যু দেখতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এডিস মশা নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে স্প্রে করা প্রয়োজন। যে স্প্রে শক্তিশালী হতে হবে. সিটি করপোরেশন পৌরসভাগুলোতে কাজ জোরদার করা দরকার। তবে তাদের সঠিক ওষুধ ব্যবহার করতে দিন। ভেজাল ওষুধ ব্যবহার করবেন না।